ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

স্ত্রী-সন্তানদের পর চলে গেলেন শাহজালালও

প্রকাশিত : ১০:৪০, ১২ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৫৯, ১৯ মার্চ ২০১৯

নৌকাডুবির ঘটনায় স্ত্রী ও দুই শিশুসন্তানের পর এবার না ফেরার দেশে চলে গেলেন আহত শাহজালালও। সোমবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এতথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ঢামেক নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন শাহজালাল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঢামেকে নিহতের ভাগিনা শামীম জানান, নৌকাডুবির ঘটনায় স্ত্রী ও দুই শিশুসন্তানসহ তার আত্মীয়-স্বজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় সে পানিতে পড়ে গেলে লঞ্চের ইঞ্জিনে তার দুই পা আটকে যায় ও পায়ে আঘাত পায়। পরে নৌ-পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢামেকে আনা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। এ ঘটনায় শাহজালালের স্ত্রী সাহিদা, ৪ বছরের মেয়ে মীম ও ৬ বছরের মেয়ে মাহী মারা গেছে।


টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি