ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীকে হত্যাচেষ্টা : পুলিশ সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৩৬, ৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুক্রবার (৭ জুলাই) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত আরিফ নামের ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, তেজকুনিপাড়া এলাকায় স্ত্রী তামান্নাকে কুপিয়ে জখম করেছেন পুলিশ কনস্টেবল আরিফ। দুপুরে ঘটনার পর রাতে স্ত্রী বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করলে আরিফকে গ্রেফতার করে পুলিশ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, তেজকুনিপাড়ার ১৪৮ নম্বর বাসায় থাকেন তামান্না। যৌতুকের দাবিতে আরিফ প্রায়ই তাকে নির্যাতন করে আসছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকেও এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এর এক পর্যায়ে আরিফ ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি তেজগাঁও থানায় স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

ওই মামলায় আরিফকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৮ জুলাই) তাকে আদালতে হাজির করা হবে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি