ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি পেলেন সানি লিওন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সানি লিওন। ছিলেন পর্ন তারকা, এখন তিনি বলিউড অভিনেত্রী। পেশা বদলের পরেও নিজের ক্যারিয়ার ধরে রেখেছেন এই তারকা। জয় করেছেন বলিউড। যদিও পথটা সহজ ছিল না।

বছরের শুরুতে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন সানি লিওন। পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)। কমপক্ষে ১৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন পদটির জন্য। তবে তার মধ্যেই নজর কাড়ে সানি লিওনির নাম।

মোট ৯৮.৫০ পয়েন্ট নম্বর পান সানি। রেকর্ড নম্বর পেয়ে ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সাবেক এই পর্নতারকা। তবে পরে জানা যায়, এই সানি লিওন ‘বেবি ডল’ খ্যাত বলিউডের সেই সানি লিওন নন।

এবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের ফেসিলিটি ম্যানেজারের চাকরি প্রার্থী তালিকাতে সানি লিওনের নাম। প্যানেলে কী ভাবে সানি লিওনের নাম আসলো এই প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য নিয়োগ বোর্ড।

সানির নাম রয়েছে তফসিলি উপজাতির প্রার্থীদের তালিকায়। এখানে সানির বাবার নাম দেওয়া আছে দিলীপ সানি। কোথাও দেখা যাচ্ছে পদপ্রার্থীর নাম ও তার বাবার নাম একই। আবার কোথাও বাবা ও ছেলের পদবীও বদলে গিয়েছে। তাই একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্য নিয়োগ অধিদপ্তরকে।

জানা গেল, সানির নাম রয়েছে তফসিলি উপজাতির প্রার্থীর তালিকায় কারণ হলো সংরক্ষিতদের জন্য আবেদনের ফি-তে ছাড় থাকে। তাই কেউ ফি এড়াতে ভুয়া আইডি বানিয়ে আবেদন করেছে। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য নিয়োগ কমিটি পড়েছে নানা প্রশ্নের মুখে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি