স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে খালেদা জিয়া
প্রকাশিত : ২১:২১, ২৮ আগস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।
তবে পরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরবেন নাকি হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন।
রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের জানান, হাসপাতালে নেওয়ার পর গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চেয়ারপারসনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে সাবেক এই প্রধানমন্ত্রী কারাগারে যান। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ সালের ২৫ মার্চ সরকার তাঁর দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়। এরপর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন এবং মেয়াদ শেষে বারবার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন (৬ আগস্ট) রাষ্ট্রপতি তার দণ্ড মওকুফ করে মুক্তি দেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
টানা ১৭ দিন হাসপাতালে থাকার পর ২৫ জানুয়ারি তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। প্রায় চার মাস চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফিরে আসেন এবং তখন থেকেই গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন।
এসএস//
আরও পড়ুন