ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হলি আর্টিজানে জঙ্গি হামলার পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৫৮, ৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.


রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকরী সোহেল মাহফুজসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌডালা এলাকার পুষ্করনির পাড় থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটও এই অভিযানে অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হল-সোহেল মাহফুজ ও তার তিন সহযোগী হাফিজ, জুয়েল ও জামাল।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গিরা বারবার জায়গা বদল করছিলেন। তাঁরা বৈঠক করার জন্য শিবগঞ্জের ওই এলাকায় জড়ো হয়। এ সময় পুলিশ তাঁদের গ্রেফতা করে।

সোহেল মাহফুজকে ঢাকায় পাঠানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি