ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৯ মে ২০২২ | আপডেট: ১৫:৩৫, ২৯ মে ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পুকুর গোসল গিয়ে ডুবে মারা গেছেন এক শিক্ষার্থী। 

রোববার দুপুরে গোসল করতে নেমে ডুবে গেলে পলাশ নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন তার সহপাঠীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তারা। সেখানেই কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখে বেলা ১ টা ৫৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী জানান, দুপুরে পুকুরে গোসল করতে নেমে পালাশ নিখোঁজ হন। খবর পেয়ে পুকুরপাড়ে ভিড় জমায় হলের শিক্ষার্থীরা। ১৫ মিনিটের মত খোঁজাখুঁজির পর সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।

পলাশ নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি জহুরুল হক হলের (বর্ধিত) ৩০১৪ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি