ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

‘হাতিরঝিল থানা হবে সবচেয়ে উন্নত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ৭ জুলাই ২০১৮

হাতিরঝিল থানাকে সবচেয়ে উন্নত থানা হিসেবে গড়ে তুলা হবে বলে জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  শনিবার বিকেল সাড়ে ৪টায় মধুবাগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০তম থানা হিসেবে হাতিরঝিল থানার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাতিরঝিল থানায় দক্ষ জনবলের মাধ্যমে পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। 

কামাল বলেন, সন্ত্রাসের আখড়া ছিল হাতিরঝিল এলাকা। অপরাধীরা এখানে খুন থেকে শুরু করে বিভিন্ন অপরাধ করত। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিল এখন বদলে গেছে।

তিনি আরও বলেন, বর্তমানে হাতিরঝিল হচ্ছে রাজধানীর সবচেয়ে আকর্ষণীয় জায়গা। দেশ-বিদেশের অনেক মানুষ এখানে ঘুরতে আসছে।

মন্ত্রী বলেন, সার্বিক বিবেচনা করে পর্যটক এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য হাতিরঝিল থানার উদ্বোধন করা হলো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ মহাপরিদর্শক (আিইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম প্রধান মনিরুল ইসলাম, কৃঞ্চপদ রায়, যুগ্ম কমিশনার (ডিবি) শেখ নাজমুল ইসলাম, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি