ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

রুমিন ফারহানার পাঠানো উপহারকে স্বাগত জানালেন হাসনাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৩১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:২৩, ৩১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

সাম্প্রতিক সময়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লার তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। তবে তাদের মধ্যে সেই রাজনৈতিক শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে। 

ব্রাহ্মণবাড়িয়া সফরে গেলে হাসনাতের খোঁজ নিয়েছেন রুমিন ফারহানা। সেই সঙ্গে উপহারও পাঠিয়েছেন তিনি। আর একে স্বাগত জানিয়েছেন এনসিপি নেতা।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন। 

তিনি জানান, রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।

হাসনাতের ভাষায়, “তার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি- ওনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের জন্য ওনি কিছু উপহার পাঠিয়েছেন৷ এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।”

এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও কড়া ভাষায় সমালোচনা চলে তাদের মধ্যে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি