ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

দেশের মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ৩১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

এ দফায় হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্টা) বিকেলে নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ২৭ হাজায় ৫০৪ জন। যার মধ্যে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬৪২ জন এবং তালিকা থেকে বাদ পড়েছে ১ হাজার ৩৮ জন। 

মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১২৩০ জন। 

আগামী ৩১ অক্টবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে, তাদের নতুন করে হালনাগাদ তালিকায় সংযুক্ত করে তৃতীয় ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি