ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ২৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ভিকারুন্নেসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণি কক্ষ হতে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বসুন্ধরা প্রভাতি শাখার সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট ভিকারুননিসার বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষিকা ফজিলাতুন নাহারের বিরুদ্ধে।

জানা যায়, গত রোববার স্কুলের প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণিতে ২০-২২ জন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে আসে। সব ক্লাসে তারা উপস্থিত থাকলেও কোনো শিক্ষকই তাদের হিজাব নিয়ে আপত্তি করেননি। কিন্তু  ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন। 

এসময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের।

অভিভাবকের অভিযোগ, প্রতিদিনের মতো গত রোববারও তাদের সন্তানরা হিজাব পরে ক্লাসে যায়। পরে বাসায় ফিরে ছাত্রীরা জানান, হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় ‘মাদরাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে’ বলে তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়।

তবে বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহার। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি হিজাব পড়তে নিষেধ করিনি। আমি শুধু বলেছি, সঠিকভাবে হিজাব পড়তে হবে। এ কারণে ১০ থেকে ১৫ মিনিটের জন্য কয়েকজন ছাত্রীকে ক্লাসের বাইরে দাঁড় করিয়েছিলাম। পরে তারা আবার ক্লাসে যোগ দিয়েছে। আমি জানিয়েছি, আগামীকাল একজন ভলান্টিয়ার এসে তাদের সঠিকভাবে হিজাব পড়ার নিয়ম দেখিয়ে দেবে।’

তিনি আরও বলেন, আমি ‘জঙ্গি’ বলিনি। আমি শুধু বলেছি, এভাবে ওড়না পরে সাধারণত মাদরাসার মেয়েরা আসে, তারা তো মাদরাসায় পড়ে না। জঙ্গি বলেছি-এমন অভিযোগ সঠিক নয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি