ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিযবুত তাহ্রীরের প্রধান সমন্বয়কসহ ছয়জনের বিচার শুরু

প্রকাশিত : ১৪:১৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরু হয়েছে। পলতাক থাকায় ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পাশাপাশি আগামী ২৪ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেন আদালত। ২০১০ সালে মহিউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৩ সালের ৯  ফেব্রুয়ারি মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ৬ আসামীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আইবিএ-র শিক্ষক মহিউদ্দিন আহমেদ, এম এ ইউসুফ খান, সাইদুর রহমান ও কাজী মোরসেদুল হক আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামী তানভির আহাম্মদ ও তৌহিদুল আলম চঞ্চল আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে। আদালত আবেদন নাকচ করে এ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারির আদেশ দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি