ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

হেপাটাইটিস প্রতিরোধে চাই সচেতনতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:২৮, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

হেপাটাইটিস রোগ প্রতিরোধের জন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। পাশাপাশি এই রোগটি সম্পর্কে সাধারণ মানুষকে যারা সচেতন করছেন তাদেরকে সাধুবাদ জানান এই শিক্ষাবিদ।

আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশ’ শীর্ষক এক সংগঠনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, ‘রোগটি সম্পর্কে আমাদের সচেনতনতার অভাব রয়েছে। আমরা হয়তো সেভাবে সচেতন নই। জন্ডিস যখন প্রথম আক্রান্ত করে তখনই এটি নিরাময় করা সম্ভব। কিন্তু হেপাটাইটিস-বি পর্যায়ে যখন চলে যায়, তখন আর চেষ্টা করা যায় না।’

৪২ বছর আগে এই রোগের ঔষুধ আবিষ্কার হয় উল্লেখ করে তিনি বলেন, এই ঔষুধ সম্পর্কে মানুষের জানার পরিধি খুব কম। তিনি বলেন, ‘এটা কী রকম খরচের তাও বোধহয় আমরা জানি না। আমাদের দেশে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহনের সাধ্য খুব বেশি নয়। কাজেই এ রকম রোগে অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করবো লিভার সোসাইটি, তাদের চেষ্টায় মানুষকে সচেতন করা সম্ভব হবে এবং এই সচেতনতার ফলে এ রোগের চিকিৎসা যথাসময়ে নেওয়া যেতে পারে এবং এ রোগে মৃত্যুহার কমানো যেতে পারে। এ উদ্যোগ যারা নেবেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তারা দেশের জন্য যে একটি মহৎ কাজ করছেন এবং এই কাজ যেন সম্পূর্ণ সফল হয়।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায় বলেন, ‘লিভার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। হেপাটাইটিস সম্পর্কে আমাদের সবার সচেতন হওয়া উচিৎ।’

সেমিনারে আরও বলা হয় যে, এসডিজির একটি লক্ষ্য হেপাটাইটিস বি ও সি নির্মূল করা। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই হেপাটাইটিস মুক্ত হবে বলে সেমিনারে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারিসুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন হাসপাতালের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মনিরুজ্জামান ভুঁইয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানাসহ প্রমুখ।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি