ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

১০ দিনে মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী, আয় ৮৮ লাখ টাকা (ভিডিও)

মফিউর রহমান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ৯ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২২:০৬, ৯ জানুয়ারি ২০২৩

উদ্বোধনের পর প্রথম ১০ দিনে ৯০ হাজার যাত্রী পরিবহন করে ৮৮ লাখ টাকা আয় করেছে মেট্রোরেল। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান। সে সময় তিনি বলেন, আগামী ২৫ শে জানুয়ারি থেকে মেট্রোরেল পল্লবী স্টেশনেও থামবে।

গেল ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিক ভিত্তিতে চলাচল করছে মেট্রোরেল।

যাত্রী পরিবহন, আয় ও পরিচালনার সার্বিক অবস্থা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, "প্রথম ১০ দিনে ৯০ হাজার যাত্রী পরিবহ করেছে মেট্রোরেল। আয় হয়েছে ৮৮ লাখ টাকা।"

মেট্রোরেল পরিচালনায় বছরে ব্যায় ১ হাজার কোটি টাকা। দৈনিক তিন কোটি টাকা আয়ের লক্ষ্য। নিয়মিত চলাচলকারীদের র‌্যপিড পাস নিবন্ধনের আহ্বান জানান তিনি। 

"লাভজনক ভাবে এবং আমাদের যে পরিচালনা ব্যায় তা সাথে সাথে কস্ট এবং লোন রিপেমেন্ট এইটা যদি আমরা নিয়মিত দিয়ে যেতে সক্ষম হতে চাইলে আমাদের দৈনিক তিন কোটি টাকা আয় করতে হবে।" বলেন এম এ এন সিদ্দিক। 

আগামী ২৫ শে জানুয়ারি একই রুটে নতুন করে পল্লবী স্টেশন যুক্ত হতে যাচ্ছে। এম এ এন সিদ্দিক আরও বলেন, "৮.৩০ মিনিট থেকে ট্রেনটা চলাচল করবে এবং লাগাতারভাবে চার ঘণ্টা অর্থাৎ ১২. ৩০ মিনিট পর্যন্ত চলবে।" 

যাত্রী পরিবহন আরো নিরাপদ করতে মেট্রোরেল এলাকায় ছাদে কাপড় শুকানো, ফানুশ ওড়ানো-সহ আরো কিছু বিধি নিষেধ দিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। 

এম এ এন সিদ্দিক বলেন, "ফানুসের সাথে সাথে যে বিষয়গুলো করলে এমআরটি চলতে সমস্যা হবে সে বিষয়গুলো নিষিদ্ধ করে একটা পরিপত্র জারি করার জন্য সরকারের কাছে প্রস্তাব প্রেরণ করেছি।"  

সংবাদ সম্মেলনে জানানো হয়,  চলতি মাসের শেষ সপ্তাহের যে কোন দিন এমআরটি লাইন-১ এর কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি