ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

১২ মার্চ বিএনপির মহাসমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৯, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১১ মার্চের পরিবর্তে ১২ মার্চ জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান রিজভী।

এসময় তিনি বলেন, ১১ মার্চের জনসভার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু একদিন পিছিয়ে আগামী ১২ মার্চ এ জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী কারণে সভা একদিন পিছিয়ে দেওয়া হলো, তার কোনো কারণ তিনি উল্লেখ করেননি।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১১ মার্চ জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তার একদিন বাদেই জনসভার নতুন তারিখ ঘোষণা করলো দলটি।

ঢাকার এ জনসভা ছাড়াও আগামী ১০ মার্চ খুলনা বিভাগে একটি বিভাগীয় সমাবেশ করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মনির, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একে//এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি