ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

১৫০ বিদ্রোহীকে নোটিশ দিবে আ’লীগ: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৯

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের প্রায় ১৫০ জনকে কারন দর্শানোর নটিশ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠক হয়। বৈঠক শেষে ব্রিফ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের ১৫০ জনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজের চিঠি পাবেন। তবে তাদের নাম প্রকাশ করতে চাননি কাদের।

জাতীয় পার্টির ইস্যুতে কাদের বলেন, ‘জাতীয় পার্টির নেতৃত্বের দ্বন্দ্বে কোনো পক্ষ নেবে না আওয়ামী লীগ।’ 

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হক, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি