ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

১৯ জানুয়ারি : ইতিহাসের আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ১৯ জানুয়ারি ২০২০

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৯ জানুয়ারি ২০২০, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৯ জানুয়ারির ঘটনাবলি :
১৮৩৯- ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দরনগরী এডেন দখল করে।
১৯৯৩- চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া জাতিসংঘে যোগ দেয়।
২০১২- হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড বন্ধ করে দেয় এফবিআই।
১৮৮৩- টমাস আলভা এডিসন প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
১৯৮৩- অ্যাপল প্রথমবারের মতো পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও মাউস ব্যবহারের ঘোষণা দেয়।
১৯৮৬- প্রথমবার আইবিএম কম্পিউটারে ভাইরাস পাওয়া যায়। যা তৈরি করেছিলেন দু’জন পাকিস্তানি নাগরিক।

আজ যাদের জন্মতারিখ :
১৭৩৬- স্কটিশ রসায়নবিদ ও প্রকৌশলী জেমস ওয়াট।
১৭৯৮- ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ত কোঁত।
১৮০৯- মার্কিন কবি, গল্পকার, সম্পাদক ও সমালোচক এডগার অ্যালান পো।
১৯২২- অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর্থার মরিস।
১৯৩১- বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান।
১৯৩৫- ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯৫৯- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার ডেনিস কুপার।

আজ যাদের মৃত্যু হয় :
১৯০৫- সমাজ সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৯৭৮- বাঙালি নাট্যব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য।
২০০২- ব্রাজিলিয়ান ফুটবলার ভাভা।
২০০৪- অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড হুকস।
১৯৫৪- জার্মান গণিতবিদ ও পদার্থবিদ থিওডর কালুজা।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি