ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

২০১৪ আর ২০১৮ সালকে এক ভাবলে বিএনপি ভুল করবে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:৫০, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্রের কথা বলে বিএনপি যদি ২০১৮ সালকে ২০১৪ সালের মতো মনে করে, তাহলে তারা মারাত্মক ভুল করবে। নির্বাচনকে কেন্দ্র করে এবারও যদি তারা সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয় তাহলে দেশের মানুষই প্রতিরোধ করবে।

আজ রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের বাসস্ট্যান্ডে ইন্টার সেকশেসনের আলোকবাতি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০১৪ আর ২০১৮ সাল এক নয়। এবার নির্বাচন ছেড়ে সহিংসতার পথ বেছে নিলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।

এ সময় মন্ত্রী সড়কে শৃঙ্খলা ও মানুষের মৃত্যুর মিছিল নিয়েও কথা বলেন। তিনি বলেন, এসব বন্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এরপরই এ ব্যাপারে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি