ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

২৪ ঘণ্টায় অর্ধশত মানুষের মৃত্যু, শনাক্ত ২৮৫৬ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২৩ জুলাই ২০২০ | আপডেট: ১৫:০৮, ২৩ জুলাই ২০২০

ডা. নাসিমা সুলতানা

ডা. নাসিমা সুলতানা

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও প্রতিদিনের হারে তা কমেছে। বাংলাদেশের অবস্থাও এখন পর্যন্ত আগের মতই। দিন দিন ভয়াবহ রূপ লাভ করছে করোনা। 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮০১ জনে। এছাড়া একই সময়ে নতুন করে দুই হাজার ৮৫৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট দুই লাখ ১৬ হাজার ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ২১০ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ ও পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, মোট নমুনা সংগ্রহীত হয়েছে ১২ হাজার ৯২ জনের। এর মধ্যে আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৭৯ হাজার ০০৭।

বরাবরের মতো বুলেটিনে সবাইকে, বিশেষ করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা। তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শও দেন।

এদিকে স্বাস্থ্যবিধি না মানা ও গুরুত্বহীনতায় বিশ্বে আবারও ভয়াবহ তাণ্ডব চালাতে শুরু করেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায়ও পৌনে ৩ লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজারের অধিক মানুষের। যা গত একদিনের তুলনায় প্রায় দ্বিগুণ।  

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ৭৯ হাজার ৭৬৭ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৭ হাজার ১১৩ জনের। এতে মৃতের সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৩৪৩ জনে ঠেকেছে। 

তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও ২ লাখ ৩৯ হজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছে। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ৯৩ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। 

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি