ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৪৩৬ জন হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৩ জুলাই ২০২৩

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এদের মধ্যে ঢাকায় ১৭৪ জন এবং ঢাকার বাইরে ২৬২ জন ভর্তি হয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ২২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৫০৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৯ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৬৫৫ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৫৩৮ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৬০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি