ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

৩ ঘণ্টা আগেই বিএনপির অনশন শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পুলিশের নির্দেশে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই অনশন কর্মসূচি শেষ করেছে বিএনপি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু পুলিশ দুপুর একটার মধ্যেই তা শেষ করার কথা বললে অনেকটা তড়িঘড়ি করেই অনশন শেষ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বিএনপির কেন্দ্রীয় নেতাদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

প্রেসক্লাবের সামনে সড়কের একপাশে কদম ফোয়ারা মোড় থেকে সচিবালয় মোড় পর্যন্ত বিএনপির নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনশন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেন।

কর্মসূচির সমাপনী বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের অনশন বিকেল চারটা পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে আমাদেরকে দুপুর একটার মধ্যেই কর্মসূচি শেষ করতে হচ্ছে। আমি আজকের এই অনশন কর্মসূচি থেকে সরকারের কাছে আহ্বান রাখবো আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন।

অনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব ছাড়াও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরীর বজলুল বাসিত আঞ্জু, কাজী আবুল বাশার, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহম্মেদ, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, ছাত্রদলের মামুনুর রশিদ মামুন প্রমুখ বক্তব্য দেন।

এদিকে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপির আন্দালিব রহমান পার্থ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের হামদুল্লাহ আল মেহেদী, এলডিপির শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, খেলাফত মজলিসের অধ্যক্ষ মাওলানা ইসহাক, ইসলামিক পার্টির এম এ রকীব প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি