ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

৩ ঘন্টা পর সচল ঢাকা মেডিকেলের জরুরি সেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৯ অক্টোবর ২০১৭

নওশাদ আহমেদ নামে এক রোগীর মৃত্যুর পর স্বজনদের হামলায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি সেবা বন্ধ করে দিয়েছিলো চিকিৎসকরা। রোববার বেলা ২টার দিকে হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে জরুরি বিভাগের সেবা বন্ধ রাখে। পরে বিকাল ৫টার দিকে জরুরি বিভাগের কার্যক্রম আবার শুরু হয়। তবে জরুরি বিভাগ তিন ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে অন্য রোগীদের।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে নওশাদ আহমেদ নামে ৫২ বছর বয়সী এক রোগী হাসপাতালের সিসিইউতে মারা যান। এরপর বেলা ২টার দিকে ওই রোগীর স্বজনদের সঙ্গে কিছু লোক এসে হাসপাতালে হামলা করে। সে সময় কয়েকজন চিকিৎসক, নার্স, স্টাফ ও আনসার সদস্য আহত হন।

এরপর চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে হাসপাতালে ঢোকার বিভিন্ন গেইট বন্ধ করে দেন এবং জরুরি বিভাগের সেবাও বন্ধ করে দেওয়া হয় বলে জানা যায়। 

ঘটনাস্থল থেকে রিয়াদ ও মাকসুদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। দুজনকেই থানায় পাঠানো হয়েছে।

/ এমআর / এআর

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি