ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৪ ফেব্রুয়ারি ঢাকা আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৪ ফেব্রুয়ারি রোববার ঢাকা আসছেন। এটি হবে সুইজারল্যান্ডের কোন প্রেসিডেন্টর প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সংকটে মারাত্মক ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং নিবিড় দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এ সফরে আসছেন। সফরকালে প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও সুইস প্রেসিডেন্টর সাথে সাক্ষাৎ করবেন। আনুষ্ঠানিক সাক্ষাৎকালে উভয় পক্ষ বিদ্যমান দিপক্ষীয় সর্ম্পকে গুরুত্ব দেয়ার পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা করবে।

বিবৃতিতে আরো বলা হয়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা হবে এ সফরের মুখ্য বিষয়। বার্সেট মঙ্গলবার কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সেখানে স্থানীয় একটি হাসপাতালের কার্যক্রম প্রত্যক্ষ করবেন। বাংলাদেশে অবস্থানকালে সুইস প্রেসিডেন্ট সুশীল সমাজের সদস্য, বাংলাদেশে কর্মরত সুইস ব্যবসায়ীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং সুইস আর্ট কাউন্সিল প্রো হেলভেশিয়ার সহযোগিতায় হওয়া ঢাকা আর্ট সামিট পরিদর্শন করবেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১০ সালের পর দু’দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি