ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

৫ এপ্রিলে থেকে মেট্রোরেল চলার সময় দুই ঘণ্টা বাড়বে

প্রকাশিত : ১৮:৫৭, ৩০ মার্চ ২০২৩

৫ এপ্রিলে থেকে মেট্রোরেল চলাচলের সময় আরো দুই ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকাল ৮ টা থেকে চলবে দুপুর ২ টা পর্যন্ত । এদিকে, আগারগাও থেকে মতিঝিল, দ্বিতীয় পর্যায়ে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হবে, জুলাই মাসের মধ্যে। ডিএমটিসিএল এর নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়েছে। 

কথা ছিলো, যাত্রীদের অভ্যস্ততার ওপর মেট্রো চলাচলের সময় ও স্টেশন সংখ্যা বাড়নো হবে। 

গেল তিন মাসে ১০ লাখ ৭৭ হাজার যাত্রী উঠেছে ইলেক্ট্রিক ট্রেনে। এতে আয় হয়েছে, ৬ কোটি ২০ লাখ, পরিচলন ব্যায় ৭ কোটি ৩৩ লাখ। 

ডিএমটিসিএল  এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী জানান, ৩১ মার্চ সব কটি স্টেশনে থামছে, মেট্রোলের। ক্রমান্বয়ে সময় বাড়ানোর অংশ হিসেবে, এপ্রিলের ৫ তারিখ ২টা পর্যন্ত চলাচল করবে  মেট্রোরেল। 

এদিকে, আগারগাও-মতিঝিল বাকি অংশের পূর্ত কাজ শেষ করে, ইলেক্ট্রিক লাইন বসানো ও সাব স্টেশনের পরিপূর্ণ কাজ শেষ করে আনা হয়েছে বলেও জানান তিনি। বলেন, লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে-ই পারফরম্যান্স টেস্ট জুলাইয়ে। 

সব কিছু ঠিক ঠাক মত এগুলে পূর্ব ঘোষিত পরিকল্পনা মত, চলতি বছরের ডিসেম্বর মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল সেবা পাবে রাজধানীবাসী। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি