ঢাকা, বুধবার   ২৬ নভেম্বর ২০২৫

৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ২৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নেভাতে সহযোগিতা করে।

মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দফতরের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম  জানান, আজ সন্ধ্যা ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে  ঘটনাস্থলে মোট ২০টি ইউনিট পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায়  কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

এর আগে, রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, কড়াইল বস্তির আগুন নেভানোর সীমাবদ্ধতা প্রচুর। তিনি বলেন, আগুনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফায়ার সার্ভিসের শক্তি বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ২০টি ইউনিট কাজ করছে। বস্তির পূর্ব এবং পশ্চিম দিকে আগুনের মাত্রা যদি কমে যায় তবে পুরো আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে। এরপর খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। 

জানা গেছে, অগ্নিকাণ্ডে বস্তির অনেক বসতঘর ভস্মীভূত হয়েছে। তবে কতগুলো ঘর পুড়েছে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি