ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

৬ গুণীকে সংবর্ধনা দিলো সিলেট রত্ন ফাউন্ডেশন

প্রকাশিত : ১৩:০৫, ২৩ মে ২০১৯

সিলেট জেলার ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে সিলেট রত্ন ফাউন্ডেশন। গতকাল বুধবার রাজধানীর গুলশান ক্লাবে ‘জীবন্ত কিংবদন্তি গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল-২০১৯’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা নাসির এ চৌধুরী এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া গণফোরামের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রী রেজা কিবরিয়াসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি