ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

৭ কেজি সোনার বার জব্দসহ আটক ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪৮, ২৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর কল্যাণপুর এলাকায় প্রায় সাত কেজি ওজনের ৫৬টি সোনার বার উদ্ধার করেছে র‌্যাব। এ সময় স্বর্ণ চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়।

আজ শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সোনার বারসহ তাদেরকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুরে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় স্বর্ণ চোরাচালানকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছে ৫৬টি সোনার বার পাওয়া যায়, যার ওজন আনুমানিক সাত কেজি।

আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি