ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

আমি ভীরু নই যে যড়যন্ত্র করতে হবে : রেহাম খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৮ আগস্ট ২০১৭

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের পেছনে তার সাবেক স্ত্রী রেহাম খান জড়িত বলে দাবি করেছে পিটিআই। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রেহাম খান। খবর ডনের।

টুইটারে পিটিআইয়ের দাবি অস্বীকার করে রেহাম বলেন, কাউকে হেনস্থা করার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। তাই এর জন্য সংবাদ সম্মেলনও দরকার নেই। আমার সঙ্গে আয়েশা গুলালাইয়ের কোনো প্রকার যোগাযোগ নেই। আমি ভীরু নই তাই আমি কোন যড়যন্ত্র বিশ্বাস করি না।

সম্প্রতি খাইবার পখতুনখাওয়া থেকে নির্বাচিত এমপি আয়েশা সম্প্রতি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ইমরান খান তাকে অশালীন এসএমএস পাঠিয়েছেন। তাতে তিনি এমন ভাষা ব্যবহার করেছেন যে, তা হজম করার মতো নয়। গত প্রায় এ সপ্তাহ ধরে এ নিয়ে পাকিস্তানে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেক কথা বলা হচ্ছে। কেউ ইমরান খানের পক্ষে কথা বলছেন। কেউ আয়েশার পক্ষে। ইমরান খানের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন তা যদি প্রমাণ করতে না পারেন তাহলে আয়েশার বাড়ি দখল করে নেয়ার হুমকি দিয়েছে উপজাতিদের জিরগা।

এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে গত এক সপ্তাহ ধরে উত্তাপ বইছে।

পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ইমরান ও তার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রচেষ্টারই অংশ হচ্ছে গুলালাইয়ের অভিযোগ।

এরমধ্যে পিটিআই দলের একজন সদস্য দাবি করে বসেন, সাবেক স্বামীর চরিত্রহননের জন্য গুলালাইকে সমর্থন জোগাচ্ছেন রেহাম খান। এরপরই রেহাম খান তার প্রতিক্রিয়া জানালেন।

 

পিপিআইয়ের নেতৃত্ব দাবি করেছেন, ইমরান খান ও তার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ক্ষমতাসীন পিএমএলএন অপচেষ্টা করছে। এক্ষেত্রে সাবেক স্বামী ইমরান খানের চরিত্র হননের চেষ্টা করছেন আয়েশা। আর তাকে সমর্থন দিচ্ছেন রেহাম।

 তবে এমন অভিযোগ অস্বীকার করে রেহাম খান টুইটারে লিখেছেন, অন্যদের সম্মানহানি করার জন্য কোনো নারী বা অ্যাঙ্করকে তিনি ব্যবহার করেন নি। তিনি আরো বলেছেন, আয়েশার সঙ্গে তার কোনো যোগাযোগই হয় নি। রেহাম লিখেছেন, আমার মুখপাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কাপুরুষের মতো নই। আমি ষড়যন্ত্র করি না এবং কোনো কিছু ঢাকার চেষ্টা করি না। তিনি এ বিষয়ে তাকে টেনে না নিতে অনুরোধ করেছেন। বলেছেন, পিএমএলএন নেতা আমির মুকামের সঙ্গেও তার কোনো যোগাযোগ হয় নি। উল্লেখ্য, পিটিআই ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার আগে পিএমএলএনের এই নেতার সঙ্গে সাক্ষাত করেছিলেন আয়েশা। এ ইস্যুতে রোববার এক সংবাদ সম্মেলন করেছেন রেহাম। এতেও তিনি টুইটের ওই বার্তা পুনরুল্লেখ করেছেন। তিনি বলেছেন, কাউকে ছোট করা আমাদের রীতি নয়। আমি কোনে পরিকল্পনার অংশ নই।

//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি