ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বহিরাগতদের পর্যবেক্ষণে ঢাবিতে নিরাপত্তা চৌকি: উপাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ১০ জুলাই ২০১৮

বহিরাগতদের পর্যবেক্ষণে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিদ্দিষ্ট এলাকায় নিরাপত্তা চৌকি বসানো হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ মঙ্গলবার উপাচার্য নিচ ভবনে সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা  কালে একথা জানান।

উপাচার্য বলেন,  নির্ধারিত  এলাকায় চৌকি বাসানো হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনবল দেওয়া হবে। তাদের কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্যদের পর্যবেক্ষণ করা।

তিনি বলেন, আমাদের উদেশ্যে  হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। যারা কারণে এমন সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বা প্রক্টরের অনুমতি ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের ঘোরাফেরা বা কোনো কার্যক্রম চালনো যাবে না বলে একটি বিবৃতি দেয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অছাত্র, বহিষ্কৃত ছাত্র, এমনকি অতিথিদেরও থাকতে দেওয়া হবে না বলে জানানো হয়। সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র ঘটে যাওয়া ঘটনায় গত ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির এক সভা হয়। সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর।

/ এআর /

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি