ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

যে কারণে নির্বাচনে লড়তে পারবেন না খালেদা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮

ঘনিয়ে আসছে আগামী সংসদ নির্বাচনের সময়। এরই মধ্যে প্রধান দুই বিরোধী দল নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি জানান দিলেও, একটি রায়ের পর পাল্টে যাচ্ছে দৃশ্যপট।

দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ায় আগামী সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সংবিধানের ৫ম ভাগের ৬৬ ধারায় ২ উপধারার (ঘ) মতে, কোন ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না। এদিকে খালেদা জিয়া ৫ বছরের কারাদণ্ডে  দণ্ডিত হওয়ায় সংবিধান অনুসারে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

অন্যদিকে একই উপধারায় বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মুক্তি লাভের ৫ বছর পূর্বে কোন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে খালেদা জিয়ার সামনে এখন কেবল একটি পথ-ই খোলা আছে। খালেদা জিয়া আপিল করলে, ওই বিভাগে মামলাটি নিস্পত্তি হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত হলে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। তবে সে ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত-ই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এমজে/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি