ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ইউরো হারে আজ বিশ্ব চ্যাম্পিয়ন আমরা: দিদিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:২০, ১৬ জুলাই ২০১৮

দু’বছর আগে ঘরের মাঠে পর্তুগাল ছিনিয়ে ছিল ইউরো জয়ের খেতাব৷ ২০১৮ সালে মাত্র দু’বছররের ব্যবধানে বিশ্বজয়৷ দিদিয়ে কী এমন জাদু করলেন ফরাসি ফুটবলে! এই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছেন বিশ্বজয়ী ফরাসি কোচ৷ জানাচ্ছেন আজকের এই জয়টার জন্য সেদিন ইউরোর ওই হারটা প্রয়োজন ছিল৷ ফরাসি ফুটবলাদের অনেককিছু শিখিয়ে ছিল ২০১৬ ইউরোর ফাইনাল৷

প্রথমবার ফ্রান্সকে বিশ্বকাপের স্বাদ দিয়েছিলেন অধিনায়ক হিসেবে এবার তিনি কোচের আসনে৷ দেশকে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ এনে দেওয়ার পর দিদিয়ে জানান, কী ঘটে গেছে আমরা আগামীকাল উপলব্ধি করতে পারব৷ এ মুহূর্তে ছেলেরা জানে না বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা কি৷ এরপরই দু’বছর আগের ইউরোর ফাইনাল হারের কথা উল্লেখ করে ফরাসি কোচ বলেন, দু’বছর আগে যদি আমরা ইউরো চ্যাম্পিয়ন হতাম, তাহলে আজ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতাম না৷ ওই হার থেকে আমি অনেক শিখেছিলাম৷ ইউরোর ফাইনাল ভিন্নরকম ছিল৷ এবার আমরা শান্ত থাকার চেষ্টা করেছিলাম এবং ছেলেরা জানত তাদের কী করতে হবে, ঝুঁকিটা কোথায়৷

নকআউটে টানা তিনবার পিছিয়ে থেকে কামব্যাক! ফাইনালে আর হয়নি ক্রোয়েশিয়ার জন্য৷ প্রথমার্ধে ২৮মিনিটে পিছিয়ে থেকে পেরিসিচের দুরন্ত গোলে ম্যাচ ফিরেছিল মদ্রিচরা৷ দ্বিতীয়ার্ধেও ১-৪ পিছিয়ে থেকে ৬৯ মিনিটে ফ্রান্স গোলরক্ষক লরিসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমিয়ে ২-৪ করেন মানজুকিচ৷ শেষ রক্ষা অবশ্য হল না৷ ক্রোয়েশিয়ার স্বপ্নের দৌড় শেষ ফাইনালে৷ রানার্স হয়েই মাঠ ছাড়ল মদ্রিচ অ্যান্ড কোং৷ বৃষ্টিতে ঢাকা পড়ল রাকিটিচদের কান্না!

৬ গোলের থ্রিলার জিতে দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স৷ শেষবার ১৯৯৮ সালে দেশের মাটিতে দেশঁ’র নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স৷ ১৯৯৮ সালে দেশের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশঁ৷ ঘরের মাঠে ব্রাজিলকে ৩-০ হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স৷ সেই দলে ফরাসিদের নেতৃত্বের ব্যাটন ছিল দেশঁর হাতে৷ রবিবার ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেলেন ফরাসি খেলোয়াড়রা৷ এমবাপে-গ্রিজমানদের কোচের ভূমিকায় ছিলেন ৪৯ বছরের দেশঁ৷

দেশের আগে অসাধারণ এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন জাগালো৷ ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার পর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান তিনি৷ তার পর এই কৃতিত্বের অধিকারী হন বেকেনবাওয়ার৷ ১৯৭৪ সালে সে সময়ের পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯০ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ জেতান বেকেনবাওয়ার৷

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি