ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীকে সংবর্ধনার জন্য ‘প্রস্তুত’ সোহরাওয়ার্দী উদ্যান   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ২২:৪৮, ২০ জুলাই ২০১৮

দেশের উন্নয়ন ও অর্জনে অনন্য সফলতার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গণসংবর্ধনা’ উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম দেখতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “গণসংবর্ধনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এবারে বক্তব্য বেশি থাকবে না। জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এখানে বক্তব্য রাখবেন, যাকে ঘিরে আমাদের এই আয়োজন, সেই নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“এর বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পার্ট থাকবে এবং আমাদের পক্ষ থেকে একটি স্মারক পাঠ করা হবে। আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া।”

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও গণসংবর্ধনায় উপস্থিত থাকবেন বলে জানান ওবায়দুল কাদের।

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জনসহ শেখ হাসিনার নেতৃত্বে সরকার উন্নয়ন-অর্জনে অসামান্য অবদান রাখায় এই সংবর্ধনার আয়োজন করছে আওয়ামী লীগ।

শনিবার বেলা ৩টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টার গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রীর শেখ হাসিনার বক্তব্যে আগামী নির্বাচনের বার্তা থাকবে বলে জানান ওবায়দুল কাদের।

সংবর্ধনাস্থলে প্রবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের ৭টি প্রবেশ পথই খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, “ছবির হাট, টিএসসি, বাংলা একাডেমি ও তিন নেতার মাজারের প্রবেশপথ গুলো সর্বসাধারণের জন্য খোলা থাকবে। আর অবশিষ্ট দুটি গেইটের মধ্যে রমনার প্রবেশপথ ভিআইপি ও ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের প্রবেশপথ শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা থাকবে।

রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সরদার মারুফ জানান, “সংবর্ধনাস্থলের আশপাশে বিশেষ করে রূপসী বাংলা হোটেল মোড়, কাঁটাবন মোড়, চানখাঁরপুল মোড়, জিপিও ও মৎস্য ভবনের মোড় থেকে যান চলাচল বন্ধ থাকবে।”

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি