ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:০৩, ২৬ এপ্রিল ২০১৭

জনগণ যেন নির্যাতনের শিকার না হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র‌্যাবের প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ বাহিনীকে সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের নির্দেশ দেন। জঙ্গি দমনের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে বাহিনীটির একটি সুসজ্জিত চৌকস দল।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী।

জঙ্গি দমনে র‌্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

কোন বাহিনী দ্বারা যেন মানুষ যেন নিগৃহীত না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

জঙ্গিবাদ বা চরমপন্থা থেকে ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান শেখ হাসিনা।

আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের জনগণের সেবক হওয়ার মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।


https://youtu.be/0pbtBQJYcBw


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি