ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

এইচএসসির ফল প্রকাশ: পাশের হার কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৯ জুলাই ২০১৮

এ বছর উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের ফলাফলে পাশের হার কমেছে। গত বছরের তুলনায় এ বছর পাশের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। এবার ২ দশকিম ২৭ শতাংশ কমে তা দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৬৪ শতাংশে।

এদিকে পাশের হার কমার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা এখন গুণগত মানের শিক্ষার উপর জোর দিয়েছি। আমরা সংখ্যা বৃদ্ধি করে নয়, বরং গুণগত মান বৃদ্ধির মাধ্যমে শিক্ষাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে চায়।

জানা গেছে, এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ শিক্ষার্থী। যেখানে পাশের হার ৬৬.৬৪ শতাংশ। ২০১৭ সালে পাশের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি