ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

এমপিওভুক্তির সিদ্ধান্ত আগামী বাজেটে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১৭ জানুয়ারি ২০১৮

আগামী বাজেটের সময় বেসরকারি স্কুলের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বাশার মাইজভান্ডারি সম্পূরক প্রশ্নে এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, পড়ালেখার মানসহ সবকিছু বিবেচনায় নিয়ে নীতিমালার আলোকে এমপিওভুক্তি ও সরকারিকরণ করা হবে।

শেখ হাসিনা বলেন, সবকিছু বিবেচনা করে, একটা তালিকা করে এগুলোর অবস্থান দেখে পরবর্তী বাজেট যখন আসবে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষা, শিক্ষকদের মান এগুলো বিবেচনায় নিয়ে নীতিমালার আলোকে সরকারিকরণ বা এমপিওভুক্তি করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, বাজেটের টাকা জনগণের টাকা, এ টাকা হেলাফেলা করে ফেলে দেওয়ার নয়। এটা দিয়ে যাতে যথাযথ ভাবে জনগণের কল্যাণে কাজ হয় সেটাই জনগণ চান।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি