ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

গুলশান লেকের বিষফোঁড়া মরিয়ম টাওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ২৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২৩ এপ্রিল ২০১৭

রাজধানীর গুলশান লেকের বিষফোঁড়া মরিয়ম টাওয়ার- এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শনিবার সকালে লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় মন্ত্রী এ মন্তব্য করেন। এ’সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
রাজধানীর শাহজাদপুর-বারিধারা সংযোগ সড়কের গুলশান লেকপাড়জুড়ে নানা অবৈধ স্থাপনা। উচ্ছেদ করতে আসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ।
অভিযানের সময় ক্ষতিগ্রস্তরা তাদের ন্যায্য ক্ষতিপূরণ চাইলেন মেয়রের কাছে।
অভিযানে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে নতুন সড়কের কাজ শুরু হল। অল্প সময়ের মধ্যে এলাকাবাসী সড়কটির সুফল পাবেন।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, সড়কে কোন অবৈধ স্থাপনা থাকলে তা ভেঙ্গে ফেলা হবে।
বিএনপি-জামাত জোট সরকারের সময় গুলশান লেকটি দখল হয়েছে বলে, এ’সময় জানান মন্ত্রী।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি