ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৩, ২০ জুন ২০১৭

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক।
আগামীকাল এ’নিয়ে এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে আলাদা আলাদা ২টি চুক্তি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বাসস। চট্টগ্রাম থেকে রামু হয়ে রেললাইনটি কক্সবাজার দিয়ে মিয়ানমারের কাছে ঘুমধুম সীমান্তে পৌঁছবে। রেললাইনটি হবে ডুয়াল গেজের। নতুন এ ট্রেন লাইন ট্রান্স-এশিয়ান রেল রুটের একটি অংশ। এর মাধ্যমে বাংলাদেশ চীন, মিয়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে সহজে যুক্ত হতে পারবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি