ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর ৭ সদস্যের নাম ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:২৫, ২৫ অক্টোবর ২০১৭

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাদের আগামী দিনের নেতৃত্ব ঘোষণা করেছে। দলটির কংগ্রেসের মাধ্যমে আজ নতুন কমিটির নাম চূড়ান্ত করা হয়েছে।

কমিউনিস্ট পার্টির সবচেয়ে শক্তিশালী সংগঠনটির পলিটব্যুরোর স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন সাত জন। তারা হলেন- বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং, লি কেকিয়াং, লি ঝানঝু, ওয়াং ইয়াং, ওয়াং হুনিং, ঝো লেজি এবং হান জেং। এদের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিংকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও তিনি একই পদে ছিলেন।

দলের শীর্ষ সদস্যদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এ কমিটি চূড়ান্ত করা হয়।

সূত্র : বিবিসি

/ এমআর / এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি