ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন থাকতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:২২, ২৯ এপ্রিল ২০১৭

বাংলাদেশের জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন থাকতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে নব্য জেএমবি’র আস্তানায় অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের অভিযানে নিহত ৪ জনের একজন ঝিনাইদহের আব্দুল্লাহ। নিহত আরেক জঙ্গি রফিকুল ইসলাম আবু ও তার স্ত্রী সুমাইয়ার পরিবার জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত বলেও জানিয়েছে পুলিশ।
গত ২১ এপ্রিল ঝিনাইদহে নব্য জেএমবি’র এই জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার হলেও পালিয়ে যায় জঙ্গি নেতা আব্দুল্লাহ।
২৬ ও ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি বিরোধী অভিযানের সময় এই আব্দুল্লাহ নিহত হয় বলে জানান, কাউন্টার টেররিজম ইউনিট প্রধান।
চাঁপাইনবাবগঞ্জে অভিযানে নিহত আরেক জঙ্গি রফিকুল ইসলাম আবু’ এক সময় জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানান তিনি।
জঙ্গিদের অর্থায়ন নিয়েও কথা বলেন কাউন্টার টেররিজম ইউনিট প্রধান।
সাম্প্রতিক অভিযান জঙ্গিদের সক্ষমতা কমিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন মনিরুল ইসলাম।

https://youtu.be/LpswIU371dk



Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি