ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ট্রাম্পের কটুক্তির বিরুদ্ধে ৩০০ মিডিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ১৬ আগস্ট ২০১৮

মিডিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে প্রায় ৩০০ এর বেশি মার্কিন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান এক ক্যাম্পেইন চালু করেছে।

এদিকে বস্টন গ্লোব গত সপ্তাহে সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নোংরা যুদ্ধের’ নিন্দা জানিয়ে ‘#EnemyOfNone’ হ্যাশটাগ ব্যবহার করার ডাক দিয়েছে।

ট্রাম্প মিডিয়াকে নিন্দা জানিয়ে ‘ভুল সংবাদ’ এবং সাংবাদিকদেরকে ‘জনগণের শত্রু’ বলে আখ্যায়িত করেছে।  

মিডিয়ার বিরুদ্ধে ট্রাম্পের এই ধারাবাহিক মন্তব্য ঝুঁকি হিসেবে দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

 এদিকে বস্টন গ্লোবের ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান সংবাপত্রগুলোর পাশাপাশি ছোট ছোট স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছে।

ট্রাম্পের সমালোচনার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা শুরু হতে পারে- এমন উদ্বেগের সঙ্গে একমত নন ৫২ শতাংশ উত্তরদাতা।

অপরদিকে ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তা তারা বিশ্বাস করেন।

বস্টন গ্লোবের সম্পাদকীয়র শিরোনাম করা হয়েছে, ‘সাংবাদিকরা শত্রু নয়’। সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে- ২০০ বছরের বেশি সময় ধরে আমেরিকান মূলনীতিগুলোর মধ্যে একটি হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা।

 

তথ্যসূত্র: বিবিসি।

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি