ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ঢাকা উত্তরের মেয়র নির্বাচন ফেব্রুয়ারির শেষে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:১৭, ১৭ ডিসেম্বর ২০১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচন হবে। এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
আজ রবিবার নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ সভা শেষে গণমাধ্যমকে এ কথা জানান।
হেলালুদ্দিন আহমদ জানান, ‘নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে যারা নির্বাচিত হবেন তাঁদের মেয়াদ হবে এই সিটি করপোরেশনে বাকি মেয়াদ পর্যন্ত।’
এ সময় তিনি দাবি করে বলেন- ইতিমধ্যে নির্বাচন কমিশন আইনি দিক পর্যালোচনা করেছে। এটি নিয়ে আইনি কোনো জটিলতা নেই।
এক প্রশ্নের জবাবে হেলালুদ্দিন আহমদ বলেন, ৩১ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। যারা এবার ভোটার হয়েছেন তাঁরা নির্বাচনে ভোট দিতে পারবেন, তবে প্রার্থী হতে পারবেন না।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি