ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ঢাবিতে ভাংচুর-হামলাকারীদের বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২৪ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ভিসি) উপাচার্য, শিক্ষক-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, শিক্ষার পরিবেশ ধ্বংসের প্রতিবাদ এবং ভাংচুর করে সম্পদ বিনষ্টকারীদের বিচার দাবিতে বিক্ষোব সমাবেশ হয়েছে। অপরাজেয় বাংলার পাদদেশে আজ সকাল থেকে শিক্ষার্থীদের সমাবেশ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে চলছে এই সমাবেশ।
ছাত্রী নিপীড়নের বিচারসহ তিন দফা দাবিতে মঙ্গলবার উপাচার্যকে অবরুদ্ধ করে একদল শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। আহত হন অর্ধশত শিক্ষার্থী। গতকাল বিকেলে উপাচার্যকে তাঁর কার্যালয়ের সামনে ঘেরাও করাকে কেন্দ্র করে হামলা ও মারামারির ঘটনা ঘটে।
গতকালের ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের সমাবেশ। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার নেপথ্যে বাম সংগঠনের কয়েকজন নেতার হাত রয়েছে বলে অভিযোগ করেন। তাঁরা এসব নেতাকে বহিষ্কারের দাবি করেন। সমাবেশে অপরাজেয় বাংলার সামনে বিপুলসংখ্যক সাধারণ ছাত্রছাত্রী জড়ো হয়েছেন।
/ এআর /



Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি