ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

তদন্তের অংশ হিসেবেই তনুর পরিবারকে ডাকা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ২২ নভেম্বর ২০১৭

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিষয়ে আবারও তনুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তনুর পরিবারের পাঁচ সদস্য আজ বুধবার সকালে সিআইডি কার্যালয়ে উপস্থিত হন। এ নিয়ে কয়েক দফায় তনুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করলো সিআইডি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এই হত্যার রহস্যের জট খুলতে কাজ করছে সিআইডি। আশা করি, তনু হত্যার মূল ঘটনা তারা উদঘাটন করবে।

তনুর পরিবারকে ঢাকা আনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তনুর আত্মীয়স্বজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এটা একটা তদন্তের অংশ। তদন্ত চলছে। তদন্তে সত্যিকারের ঘটনাটা উদঘাটিত হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

/ এমআর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি