ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

তিস্তা চুক্তির সম্ভাবনা জিইয়ে রয়েছে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ২৪ মে ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফরে দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

কোন পক্ষ আনুষ্ঠানিকভাবে না জানালেও, তিস্তা চুক্তির সম্ভাবনা জিইয়ে রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আর দিল্লি তিস্তার জলবঞ্চিত করে ঢাকার পিঠ চাপড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২৫ মে দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই-কমিশনার বলছেন, শুক্রবার বীরভূম জেলার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন, বিশ্বভারতীর সমাবর্তনে অংশ নেওয়া এবং শনিবার আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণ, প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য।

রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। পরে তারা একান্ত বৈঠকে অংশ নেবেন।

শান্তিনিকেতনে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও অংশ নেওয়ার কথা রয়েছে। এই অবস্থায় তিস্তার নদীর পানি বন্টন চুক্তির কোনো অগ্রগতি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান ভারতের কলকাতার বাংলাদেশের উপ রাষ্ট্রদূত তৌফিক হাসান।

দীর্ঘদিন তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না হওয়ায় দিল্লির সমালোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার।

অনেকদিন পর, পশ্চিমবঙ্গে বাংলাদেশ ভবন হওয়ায়, বাঙালি ও বাংলাদেশ নিয়ে ভারতে গবেষণা ও চর্চা বাড়বে বলে মনে করেন, পবিত্র সরকার।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি