ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নাব্যতা ফেরাতে ১৭৮ টি নদী খনন করা হবে: নৌমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ২১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:০৭, ২২ জানুয়ারি ২০১৮

অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা পুনঃরুদ্ধারের লক্ষ্যে ১৭৮টি নদী খনন করার  বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ সংসদে সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

তিনি বলেন, উল্লেখিত পরিকল্পনার আওতায় অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ে:২৪টি নৌপথ) প্রকল্প, ১২টি গুরুত্বপূর্ণ নৌপথের খনন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

তিনি আরোও বলেন, বরিশ্বর-পায়রা নৌপথ এবং পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, পূণর্ভবা, তুলাই ও সোয়া নদীর নাব্যতা উন্নয়ন ও পুনঃরুদ্ধার শীর্ষক প্রকল্প প্রস্তাব সমীক্ষার পর অনুমোদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী বলেন, সাঙ্গু, মাতামহুরী, কর্ণফুলী, ঘাঘট, বানার লোয়ার, নাগদা, জিনাই, গোমতী ও হাওর অঞ্চলে ১৮টি নদীর ক্যাপিটাল ড্রেজিং দ্বারা নাব্যতা বৃদ্ধির কাজ চলছে।

এছাড়া নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, পর্যটন, জলাভূমি, ইকোসিস্টেম, সেচ এবং ল্যান্ডিং সুবিধাদি সমন্বিত নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষার  কাজগুলো চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

সূত্র: বাসস

 

এম/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি