ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পপির আক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২০ জানুয়ারি ২০১৮

সম্প্রতি ‘যুদ্ধশিশু’ সিনেমাতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিয়া পারভিন পপি। কথাসাহিত্যিক মাসুদ আহমেদের উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘যুদ্ধশিশু’ সিনেমাটি। শহিদুল হক খান পরিচালিত এই সিনেমাতে আরও অভিনয় করবেন সোহেল রানা, চম্পা, নাদিম প্রমুখ। নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হলেও পপিকে আগের মত বড় পর্দায় পাচ্ছে না দর্শক।

কিন্তু এর কারণ কি? কেনো তিনি চলচ্চিত্র থেকে একটু দূরে অবস্থান করছেন? এমন সব প্রশ্নের জবাবে পপি বলেন, ‘অভিনয় করার মতো সিনেমা পাচ্ছি না। যাদের কাছ থেকে সিনেমাগুলো করার প্রস্তাব আসছে, তাদের অনেকেই সিনেমা বোঝে না। আমাদের ওপর নির্ভর করে সিনেমা বানাতে চায়। যে চলচ্চিত্রের গল্প ও মেকিং বোঝে না, তারা কী করে সিনেমা বানাবে? আর এতে করে আমাদের চলচ্চিত্রের কী হবে? আমি এদের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। যে কারণে এখন সিনেমা কম করছি বা করার মতো সিনেমা পাচ্ছি না।’

পপি আরও বলেন, ‘শুধু পরিচালক নয়, আমাদের দেশে চিত্রনাট্যকারেরও অভাব রয়েছে। আবার অনেক প্রযোজক আছেন, যাঁরা নিজেরা নায়ক হতে চান। সঙ্গে আমাদের মতো শিল্পী, যাঁদের দেশের মানুষ শিল্পী হিসেবে পছন্দ করেন, তাঁদের সিনেমাতে যুক্ত করে নিজের পরিচিতি বাড়াতে চান। এমন কাজ করে কী লাভ? দর্শকদের ভালো কাজ উপহার দিয়েছি বলেই আমি পপি। যদি খারাপ কাজ উপহার দেই, তাহলে আগের জায়গা থেকে সরে যেতে হবে। এটা আমি কিছুতেই করতে পারি না।’

তবে ভালো সিনেমা হলে, স্ক্রিপ্ট ভালো লাগলে অভিনয় করতে চান এই চিত্রনায়িকা। তিনি চান বাংলাদেশর সিনেমা বাংলাদেশের মত করেই নির্মাণ হোক।

এ বিষয়ে তিনি বলেন, ‘অনেক নির্মাতাই কাজের বিষয়ে কথা বলতে আসেন। প্রথমে মনে হয়, তাঁরা বিশ্বমানের সিনেমা বানাতে এসেছেন। এরপর একসময় মনে হয়, যাঁরা কাজের বিষয়ে কথা বলছেন, তাঁরা আসলে কিছুই বোঝেনা। না বুঝেই বিশ্বমানের সিনেমা নির্মাণের কথা বলে। আরে আগে একটা বাংলাদেশের বাংলা সিনেমা বানিয়ে দেখান, তারপর বিশ্বমান নিয়ে চিন্তা করবেন।’

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি