ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২০ জুলাই ২০১৮

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শরৎকালেই ওয়াশিংটন সফরের আমন্ত্রন জানান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান এই ব্যক্তি।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারাহ সান্ডারস এক টুইট বার্তায় বলেন, পুতিনের সফরের ব্যাপারে আলোচনা চলছে। এর আগে ট্রাম্প পুতিনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে পুতিন ট্রাম্পের সমর্থন চেয়েছিল। সেটি আমলে নেয়নি ট্রাম্প।

গত সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্প-পুতিনের দ্বিতীয় বৈঠকের কথা বলো হলেও সে বিষয়ে মুখে কুলুপ এটে বসেছে রাশিয়া।

এদিকে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, হেলসিংকের বৈঠক সফল হয়েছে। এখন দ্বিতীয় বৈঠকের দিকে নজর তার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পেছনে পুতিনকে দায়ী করেছিলেন ট্রাম্প।

এর আগে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই নেতাই বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কোনো হাত হাত নেই। পুতিন সরাসরি সে অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। ট্রাম্প সে অভিযোগ পাত্তা দেননি।

যুক্তরাষ্ট্রের আদালত ১২ রুশ কর্মকর্তাকে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এর সপ্তাহ না পেরোতেই ট্রাম্প এমন মন্তব্য করেন। এরপরই গোটা যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার শিকার হন ট্রাম্প। কেবল বিরোধীদলগুলো-ই নয়, ট্রাম্পের সমালোচনা করেন খোদ রিপাবলিকান দলের প্রার্থীরাও।

এবার সিবিএস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ঘটনার জন্য যেমন আমি দায়ী, তেমনি রাশিয়ার যে কোনো ঘটনার জন্যও পুতিন দায়ী। নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করলে এর দায়ভার অবশ্যই পুতিনকে নিতে হবে। উল্লেখ্য, নিজ দেশেই ব্যাপক চাপের মধ্যে রয়েছেন ট্রাম্প।

সূত্র: গার্ডিয়ান, বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি