ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ভিন্নমতে একসাথে পহেলা বৈশাখ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৭ এপ্রিল ২০১৮

‘ভিন্নমতে একসাথে’ শিরোনামে “পহেলা বৈশাখ ১৪২৫” উদযাপন করেছে ইউএসএইড। উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে যুবকদের মধ্যে শান্তি, সহনশীলতা এবং ঐক্যের বার্তা পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে ইউএসএইড।

পহেলা বৈশাখ উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের শিরোনাম ছিলঃ ‘বৈচিত্র এবং সহনশীলতা’কে সংবর্ধিত করা। ধানমন্ডি লেকের এক রঙ্গিন মঞ্চে এই অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর দেড়াটায়। রেডিও টুডে এবং ঢাকা এফএমে অনুষ্ঠানটি প্রচার করা হয়।

অনুষ্ঠানে পরিবেশিত মূল সংগীত “ভিন্নমতে একসাথে” দর্শকদের আকৃষ্ট করে এবং সবার মাঝে মৌলিক বার্তা প্রেরণ করে। প্রাথমিক ধারনা হিসেবে ৪০০ জন দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানের নানাবিধ আয়োজনের মধ্যে বাংলার ঐতিহ্যবাহী ঢাক-ঢোল, মঞ্চ নাটিকা, লোকনৃত্য, সফল যুবকদের মিথষ্ক্রিয়া, আলোক চিত্র প্রদর্শনী, চিরকুট ব্যান্ড দলের গান পরিবেশন এবং সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি
আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি