ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে প্রামাণ্যচিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২৩ অক্টোবর ২০২০

বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবন নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র ‘কালার অব ফ্রিডম’ (মুক্তির রং)। চলচ্চিত্রটির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হয়েছে বৃহস্পতিবার। এটি অনলাইনে এনেছে ওটিটি প্ল্যাটফর্ম লাগভেলকি। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন মুক্তিযোদ্ধার শিল্পী হয়ে ওঠার গল্প এটি। বিখ্যাত এই চিত্রশিল্পীর জীবনের নানান মোড় নিয়ে গড়ে ওঠা ২৫ বছর ধরে চলা প্রামাণ্য দলিলই হলো এই ‘কালার অব ফ্রিডম’। এটি নির্মাণ করেছেন অজয় রায়। 

তিনি জানান, ব্যক্তি শাহাবুদ্দিনের নানান দৃষ্টিভঙ্গি ও আক্ষেপ ফুটে এসেছে চলচ্চিত্রে। নানা ব্যক্তিগত গল্প ও তার চিত্রশিল্পী হয়ে ওঠার গল্পও বলেছেন নিজেই। আরও রয়েছে এক হাতে তুলি অথবা আরেক হাতে অস্ত্র ও মুক্তির রঙের গল্প। 

ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী আলোচনায় ছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মহিউদ্দিন খালেদ ও চলচ্চিত্রটির নির্মাতা অজয় রায়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি