ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মধ্যম আয়ের দেশ হতে দরকার টেকসই অবকাঠামো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১১ ডিসেম্বর ২০১৭

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি`র লক্ষ্য অর্জনে দেশের রাস্তা-ঘাটসহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে।

সোমবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। ইনফ্রাস্টাকচারাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক ওই সেমিনারের যৌথ আয়োজক ডেইলি স্টার ও বিএসআরএম। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরীসহ নগর পরিকল্পনাবিদেরা।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬ নম্বর ধারাতেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। এসডিজির লক্ষ্য পূরণ করে আমরা যে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি, তা অর্জনে দেশের রাস্তা-ঘাটসহ সব ধরনের অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বিস্তারিত আসছে...

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি