ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধা সামসেদুল হক আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৯ এপ্রিল ২০১৮

মুক্তিযোদ্ধা সামসেদুল হক খোকন বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। 

সামসেদুল হক খোকন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামে তার অনবদ্য ভূমিকা ছিল সবার জন্য অনুকরণীয়। তিনি জীবনবাজি রেখে শসস্ত্র সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ পূর্বকালে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের সঙ্গে তার যোগাযোগ ও বন্ধুত্ব ছিল। তিনি সেনাবাহিনীর লং কোর্সের অফিসার ছিলেন। তিনি মুক্তিকামী বাঙালি হওয়ায় তাকে সে সময় সেনাবাহিনীর চাকরি হারাতে হয়েছিল।

মরহুম খোকন ছিলেন পারিবারিকভাবে একজন সফল ব্যক্তি। তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং কন্যা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার স্ত্রী ট্র্যাস্ট ব্যাংকের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা। পুত্র মিউচুয়্যাল ব্যাংকে এবং পুত্রবধূ একই ব্যাংকের কর্মকর্তা। একমাত্র কন্যা ডেন্টাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী। তিনি উত্তরাধিকারী সবাইকে উপযুক্ত স্থানে রেখে যেতে সক্ষম হয়েছেন।

তার এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি